Skip to content

Latest commit

 

History

History
50 lines (32 loc) · 6.96 KB

File metadata and controls

50 lines (32 loc) · 6.96 KB

বিগত বছরে Bjet এর Written Exam এ আসা কিছু প্রশ্ন

About BJET

Bangladesh-Japan ICT Engineers Training Program (BJET) is conduct by Japan International Cooperation Agency (JICA). The purpose of the BJET program is to develop skilled ICT Engineers to work in Japanese IT company with Japanese language, IT skill, and soft skill such as Japanese business manners.

You can find details about B-JET in their offical facebook page.

এই Repository সম্পর্কে

আমি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে Bjet এ প্রথমবারের মত এপ্লাই করি, এবং প্রথম রাউন্ডেই(Cv screening) বাদ হয়ে যায়।

এরপরে এপ্রিলে ITEE এক্সাম দিলে Half Passer হয়।

এরপর Bjet এ cicurlar দিলে আবার এপ্লাই করলে wirtten exam এর জন্য সিলেক্ট হয়। সেই exam এ পাচটা টপিক থেকে প্রশ্ন হয়ছিল (Array, linked list, stack/queue, recursion, string). সেই প্রশ্নগুলা এইখানে folder আকারে দিয়া গুছানো আছে। সেইবার written exam এ ভালো না করা কারণে পরবর্তী ধাপে আর যেতে পারি না।

এরপর আবার ITEE exam দেই, এবং সেইবার Full Pass আসে না।

এরপর Bjet circular দিলে আবার এপ্লাই করি, এবং ১ম রাউন্ড(CV screening), ২য় রাউন্ড(written exam), ৩য় রাউন্ড(Technical viva + General viva) পার করে ৪র্থ রাউন্ডে(Final viva) select হয়। কিন্তু ৪র্থ রাউন্ডে প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও নার্ভাসনেসের কারণে একটা প্রশ্নের উত্তর ভুল দেই, এবং শেষ রাউন্ড থেকে বাদ পড়ে যাই। written exam এ আগের মতই পাচটা টপিক থেকে প্রশ্ন হয়ছিল (Array, linked list, stack/queue, recursion, string). সেই প্রশ্নগুলা এইখানে folder আকারে দিয়া গুছানো আছে।

এরপর ২০২০ সালে করোনার কারণে ITEE এক্সাম স্থগিত করা হয়। এরপর একেবারে ২০২১ সালের নভেম্বরে ITEE এক্সাম অনুষ্ঠিত হলে, আমি সেটাতে Full Passer ক্যাটেগরিতে প্রথম হয়।

এর মাঝে ২০২০ সালের ডিসেম্বরে Bjet Online Training Batch 10 এ চান্স পেয়ে ১-১.৫ মাস trianing করে স্বেচ্ছায় বের হয়ে যায়।

এরপরে Bjet 2nd phase এ আমি আর apply করি নাই, তবে 2nd phase এ apply করা একজনের কাছে written exam এর প্রশ্ন পেয়েছিলাম যেইটা Pdf আকারে এইখানেই দিয়া আছে, লিঙ্কঃ https://github.com/Hasib192/BJET-Programming-Test/blob/master/B-JET-Phase-2_Group-B_Written_Exam_Question.pdf

কিছু সচরাচর জিজ্ঞাসা

১। Bjet এর written exam এর সিলেবাস কি / written exam এ কি question আসে?
Bjet এ written exam এর সিলেবাস Bjet কর্তৃকই নির্ধারিত। কেউ যদি Bjet এর written exam এ সিলেক্ট হয়, তবে তাকে যেই মেইলে exam এর ডেট এবং ইত্যাদি সর্ম্পকে জানানো হয়, সেই মেইলেই সিলেবাসও জানিয়ে দিয়া হয়।

২। Bjet written exam এর পাশ মার্ক কত / written exam কিভাবে পাশ করা যায়?
Written exam সম্পুর্ণ Bjet কর্তৃক নির্ধারিত। তবে আমার সময়ে ৫০% মার্ক পেলেই পাশ হিসেবে গণ্য হত, এখন কি তা জানা নেই আমার। আর Programming সম্পর্কে ধারণা থাকলে যে কেউ সহজেই পাশ করতে পারবেন। ওরা সাধারণত Software Developer খুজে, তো সেক্ষেত্রে Programming জানাটা তো আবশ্যক

৩। আমি চাকরি করি, সেই চাকরি ছেড়ে Bjet এ যাওয়াটা কি ঠিক হবে?
কয়েকজন আমাকে এই প্রশ্নটা করছে, আসলে এই প্রশ্নটার উত্তর বেশ কঠিন, আপনি বর্তমানে কি চাকরি করতেছেন, আপনার financial situation কি, আপনার উপর কয়জন dependent এইগুলা কিছুই আমি জানি না! এমনকি আপনাকেই আমি চিনি না, সেক্ষেত্রে আমি কি করে বলব, আমি চাকরি করবেন নাকি চাকরি ছাড়বেন। আর চাকরি ছেড়ে Bjet করে পস্তাবেন নাকি, সেই ভবিষ্যৎ আমি কি করে বলব!

৪। এই Repository তে যেই question গুলা আছে, সেইগুলা practice করে গেলে হবে কিনা / এইখানে যেই question গুলা আছে সেইগুলা আসবে কিনা?
না, বেশি বেশি করে নিজের পছন্দমত online judge platform থেকে programming practice করুন

৫। ITEE exam এর benefit কি / ITEE exam কেন দিব?
Bjet ITEE exam এর বেশ ভালো benefit দেই

৬। Bjet কেমন শিখায়?
ভাই, এই গ্যারান্টি আমি দিতে পারি, Bjet এর expert রা খুবই high quality content provide করে + high level training provide করে + খুব support করে। এইটা ঢাকা শহরের অন্য কোন private organization থেকে পাবেন বলে মনে করি না আমি!

If you want to Contribute, then you are most welcome

Contact